বারবার মাথার চুল ফেলে দিলে তেমন কোনো সমস্যাও হবে না এবং এর কিছু উপকারিতা রয়েছে ।
প্রচলিত ধারণাঃ-
অনেকে বিশ্বাস করেন নবজাতকের চুল কাটা হলে শিশুর শরীর থেকে অতিরিক্ত তাপ বেরিয়ে যায়, সেইসঙ্গে শিশুটির মাথাও ঠাণ্ডা রাখে। অনেকেই বলেন, এর ফলে শিশুর আর মাথা ব্যথা হয় তাছাড়া, দাঁত উঠার কারণে যে ব্যথা হয়, তা থেকেও অনেকখানি মুক্তি পায় শিশুটি। এটা খুব স্বাভাবিক একটা ধারণা যে, চুল কাটার ফলে কোষগুলাের স্বাভাবিক তৎপরতা বৃদ্ধি পায়, রক্ত সঞ্চালনও ভাল হয়, যা কিনা পরবর্তীতে ভাল এবং ঘন চুল। গজাতে সাহায্য করে।
ছােটবেলায় বারবার মাথার সব চুল গােড়া থেকে ফেলে দিলেই বুঝি চুল ঘন হবে। এমন ভাবনার বৈজ্ঞানিক ভিত্তি নেই কোনাে। আসলে বারবার চুল ফেলে দিলে চুলের গােড়াটা একটু মােটা হবে
ঠিকই, কিন্তু চুলের সংখ্যা বাড়বে না। মানুষের চুলের উৎপত্তি হয় খুলির নীচে থাকা ফলিকল থেকে। মাথার উপরের চুল নিয়ে যা কিছুই করা হােক না কেন তাতে ফলিকল থেকে চুল তৈরি হওয়াতে কোন প্রভাব ফেলতে পারেনা। মানুষের মাথার ত্বকে চুলের (হেয়ার ফলিকল) সংখ্যা জন্মগতভাবে যা থাকে, তার চেয়ে কখনােই বৃদ্ধি পায় না। তাই ন্যাড়া করলেই চুল ঘন হবে, এটা ভাবা ভুল। চুলের ভালােমন্দ অনেকটা জিনগত এবং বাকিটা দৈহিক পুষ্টি ও খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে।
(কোরা)