বাংলাদেশে বেশ কয়েক ধরনের নলকূপ ব্যবহূত হয়। যেমন—গভীর নলকূপ, চাপকল, তারাপাম্প ও অগভীর নলকূপ বা শ্যালো টিউবওয়েল। বড় ব্যাসবিশিষ্ট অর্থাৎ ১৫.২৪ থেকে ২০.৩২ সেন্টিমিটার ব্যাসের পাম্পকে গভীর নলকূপ বলে। বাংলাদেশের শহরাঞ্চলে পৌরসভার পানি সরবরাহ কার্যক্রমেও গভীর নলকূপ ব্যবহার করা হয়। আরেক ধরনের নলকূপ হলো চাপকল। এটি সবচেয়ে বেশি ব্যবহূত হয়। এর পানি গৃহস্থালির কাজে ও পানের জন্য ব্যবহূত হয়। সারা দেশে প্রায় ৫০ লাখ চাপকল রয়েছে। যেসব অঞ্চলের পানি গভীর অন্তঃ ভূ-জলপৃষ্ঠে পাওয়া যায়, সেসব স্থানে পানি তুলতে ব্যবহূত হয় তারাপাম্প। এসব কূপের ব্যাস সাধারণত ৩.৮১ থেকে ৬.৩৫ সেন্টিমিটার হয়ে থাকে। অগভীর নলকূপ মূলত সেচকার্যে ব্যবহূত হয়। ৫.০৮ থেকে ১০.১৬ সেন্টিমিটার ব্যাসবিশিষ্ট এই অগভীর নলকূপ দিয়ে পানি তুলতে একটি সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করা হয়। চাপকল, তারাপাম্প ও অগভীর নলকূপে সাধারণত পিভিসির তৈরি পাইপ ব্যবহূত হয়। কোনো কোনো ক্ষেত্রে জিআই পাইপও ব্যবহার করা হয়ে থাকে। গভীর নলকূপ বসাতে সাধারণত ব্যবহূত হয় স্টেইনলেস স্টিল বা ফাইবার গ্লাস স্ক্রিন ও জিআই পাইপ