একজন মানুষের উচ্চতা কেমন হবে তা তার পারিবারিক ও আঞ্চলিক ইতিহাসের ওপর অনেকটাই নির্ভর করে। শিশু বয়সে অপুষ্টি ও দীর্ঘমেয়াদি রোগ, যেমন: কিডনির সমস্যা, বদহজম বা থাইরয়েডের সমস্যা ইত্যাদি উচ্চতা কম হওয়ার গুরুত্বপূর্ণ কারণ। কিন্তু মাতৃগর্ভ থেকে শুরু করে শৈশব-কৈশোর অবধি শারীরিক বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্রোথ হরমোন। এটি দেহের প্রতিটি অস্থি, তরুণাস্থি ও কলাসমূহের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে।