প্রতিটি মানুষ ইউনিক বৈশিষ্ট্য সম্পন্ন।কারণ সবার ডিএনএ এক রকম বা ডিএনএ মধ্যে থাকা জিন কোডিং যা দেহের বিভিন্ন বৈশিষ্ট্য জন্য দায়ী সেটি এক না।কখনোই এক হওয়া সম্ভব না কারণ মাতৃ ও পিতা থেকে ডিএনএ ক্রস হয়ে নতুন ডিএনএ তৈরি হয়।যার মধ্যে সব সময় নতুন কোডিং জিন বিদ্যমান থাকে।