আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কোন বস্তু পানিতে ফেলার পর, বস্তুটি যে পানি অপসারন করেছে সেই পানির ওজন যদি বস্তুটির নিজের ওজন থেকে কম হয় তবেই কেবল বস্তুটি পানিতে ডুবে যাবে। আবার পানির ওজন যদি বস্তুটির ওজনের সমান বা বেশি হয়, তবে তা ভেসে উঠবে। সমান ওজনের ক্ষেত্রে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। অর্থাৎ পানির একটু নিচে থাকবে।
এখন মানবদেহের ঘনত্ব আর পানির ঘনত্ব প্রায় কাছাকাছি। কিন্তু মারা যাওয়ার পরে মানবদেহে ব্যাকটেরিয়া ঘটিত পচন হওয়ার কারণে দেহ ফুলে যায়। ফলে দেহের আয়তন বৃদ্ধি পায়। আর তখন পানির ঘনত্বের তুলনায় মানবদেহের ঘনত্ব কমে আসে। আর এজন্যেই মারা যাওয়ার কিছুক্ষণ পর মানবদেহ পানিতে ভেসে ওঠে।