পানিতে ডুবে মারা যাবার পর আমরা শুনে থাকি দেহটি ভেসে ওঠে, এ থেকেই ধারণা যে মৃত্যুর পর ব্যাক্তি ডুবে যায়, কিন্তু টাইটানিক মুভিতে দেখেছি নায়ক জ্যাক বরফ শীতল পানিতে থেকে হাইপোথার্মিইয়ায় আক্রান্ত হয়ে মারা যায় এবং সমুদ্রের পানিতে তলিয়ে যেতে থাকে, কিন্তু আমাদের ধারণা অনুযায়ী সে মৃত হলে ভেসে থাকার কথা ছিল!
আগে ভাসা ডুবার ব্যাপারে আর্কিমিডিস কি বলেছেন একটু দেখিঃ
আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কোন বস্তু পানিতে ফেলার পর, বস্তুটি যে পানি অপসারন করেছে সেই পানির ওজন যদি বস্তুটির নিজের ওজন থেকে কম হয়-তবেই কেবল বস্তুটি পানিতে ডুবে যাবে। আবার পানির ওজন যদি বস্তুটির ওজনের সমান বা বেশি হয়, তবে তা ভেসে উঠবে। সমান ওজনের ক্ষেত্রে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। অর্থাৎ পানির একটু নিচে থাকবে।
অন্যদিকে পানির থেকে কম ঘনত্বের কিছু পানিতে পরলে তা ভেসে থাকে। মানুষ এবং পানির ঘনত্ব প্রায় কাছাকাছি ই।
একজন জীবিত মানুষের ফুসফুসে ফাপা থাকে, তাই তার ঘনত্ব তখন পানির থেকে কম হয়, এজন্য পানিতে পরার সাথে সাথেই কেউ ডুবে না, কিছুক্ষণ পর ডুবে, অন্যদিকে মৃত্যুর পর যখন তার ফুসফুসে পানি ঢুকে যায় এর ফলে দেহের ঘনত্ব বেড়ে যাওয়ায় সে ডুবে যায়, (এজন্যই মুভিতে মৃত জ্যাক ডুবে গিয়েছল) কিছুক্ষণ ডুবে থাকার পর ব্যাকটেরিয়া দ্বারা মৃতদেহে পচন শুরু হয় তাই দেহ ফুলে ওঠে এতে আবার দেহের ঘনত্ব কিছুটা কমে যায় এবং তখন মৃতদেহ ভেসে ওঠে। তাই মৃত্যুর সাথেসাথেই কেউ ভেসে ওঠে না, একটা সময় পর ভাসে।
নায়ক জ্যাক মারা যাবার পর সে আর কাঠ ধরে থাকতে পারেনি, পানিতে পরে যায় এবং তাঁর ফুসফুস এ পানি ঢুকে গিয়েছিল, এতে দেহের ঘনত্ব বেশি হয়ে যাওয়ায় ডুবে যায়।
Warman Hasbi | Science Bee-বিজ্ঞান গ্রুপ