জাহাজের ভিতরের অংশে প্রচুর পরিমাণ ফাঁপা অংশ রাখা হয়, যাতে অপসারিত পানি জাহাজকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। আপনি খেয়াল করবেন যখন যখন জাহাজকে পানিতে নামানো হয় তখন জাহাজের নিম্নাংশ ডুবতে শুরু করে। কেননা তখন অপসারিত পানি থেকে জাহাজের ওজন বেশী, যতক্ষণ জাহাজ, তার ওজনের সমান পানি অপসারণ না করছে ততক্ষণ জাহাজ ডুবতে থাকবে।