নাহিদা আফরিন-
প্রথমত ঘনত্বের সংজ্ঞা থেকে আমরা জানি, কোন বস্তুর ঘনত্ব তরলের থেকে বেশী হলে সেই বস্তু উক্ত তরলে ডুবে যাবে।
কিন্তু লোহা দ্বারা তৈরিকৃত জাহাজ পানিতে ডুবে যাচ্ছে না, যদিও লোহার ঘনত্ব পানি থেকে অনেক বেশী, এর কারণ নিচে ব্যাখ্যা করা হলঃ
আমরা আর্কিমিডিসের ভাসন ও নিমজ্জনের সুত্র থেকে পাই, কোন বস্তুর ওজন যদি ঐ বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন থেকে কম হয় তাহলে উক্ত বস্তুটা ভেসে থাকবে। তার মানে জাহাজের ওজন জাহাজ দ্বারা অপসারিত তরলের ওজনের থেকে কম। কেননা জাহাজের ভিতরের অংশ ফাঁপা করে তৈরি করা হয় যাতে জাহাজ বেশী পরিমাণ পানি অপসারণ করতে পারে। জাহাজের ভিতরের অংশে প্রচুর পরিমাণ ফাঁপা অংশ রাখা হয়, যাতে অপসারিত পানি জাহাজকে ভাসিয়ে রাখতে সাহায্য করে।
আপনি খেয়াল করবেন যখন যখন জাহাজকে পানিতে নামানো হয় তখন জাহাজের নিম্নাংশ ডুবতে শুরু করে। কেননা তখন অপসারিত পানি থেকে জাহাজের ওজন বেশী, যতক্ষণ জাহাজ, তার ওজনের সমান পানি অপসারণ না করছে ততক্ষণ জাহাজ ডুবতে থাকবে। যখন জাহাজ তার সম ওজনের পানি অপসারণ করবে তখন জাহাশ নিমজ্জিত অবস্থায় ভাসতে শুরু করবে। খেয়াল করুন জাহাজ কিন্তু নিমজ্জিত অবস্থায়ই ভাসে, কেননা জাহাজের নিম্নাংশ ডুবে থাকে।