মহাজগতের সবচেয়ে গতিশীল কণা হলো আলো।
জগতে দুই ধরণের কণা আছে।
১.ফার্মিয়ন, যা হলো Photon বা আলো। কাজেই এই কণা আলোর বেগে চলে।
২. বোসন বা ভরযুক্ত কণা, যাকে সহজ ভাষায় বলে পদার্থ।
আপেক্ষিক তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ব - এর সমন্বয়ে দেখা যায়, পদার্থও Photon দিয়ে তৈরি। Photon হিগস ফিল্ডের প্রভাবে এসে ভরপ্রাপ্ত হয়ে আটকে যায়।
Photon বা আলো দ্বারাই যেহেতু সবকিছু সৃষ্টি, তাই আলোর চেয়ে দ্রুতগামী কিছুই হয় না। অর্থাৎ, আলোই হচ্ছে মহাজগতের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন কণা।