কোষ বিভাজন একটা বয়সের পর বন্ধ হয়ে যায় তা ঠিক না। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত শারিরিক বৃদ্ধির হরমোন উৎপাদন হয়, যতদিন এই হরমোন উৎপাদন হবে ততদিন মানুষের শারিরিক বৃদ্ধি হবে। একেক বয়সে এই হরমোন উৎপাদন হার একেক রকম হয়। এই উৎপাদনের সমস্যা হলে আর বৃদ্ধি হয়না। এই হরমোন উৎপাদন একেক জনের ক্ষেত্রে একেক রকম হয়, জিনের মাধ্যমেও এটা নিয়ন্ত্রিত হয়। অনেক সময় অসুস্থতার কারনেও এর উৎপাদন অনেক বেড়ে যায় বা কমে যায়। এর হরমোনই নির্ধারণ করে বৃদ্ধি হবে কি হবেনা। আর বৃদ্ধি হলে তখন কোষ বিভাজন এর মাধ্যমে বৃদ্ধি হয়।
Courtesy: Masum Rana