আসলে মেকানিক্স এত সহজ নয়।তবে নিউক্লিয়াস ফিশন বিক্রিয়ার মাধ্যমে কাজ করে।ভারী মৌল বা পারমাণবিক উচ্চ ভর বিশিষ্ট ৯০ উপর হতে সাধারণ হয় তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দের দূরত্ব বেশি হওয়ায় দূর্বল কলস্ব বল দ্বারা বন্ধনে আবদ্ধ থাকে ফলে উচ্চ গতি সম্পন্ন নিউটন কণা দ্বারা সেই মৌলকে আঘাত করা হয় নিউক্লিয়াস গুলো ভাঙ্গতে থাকে অনবরত সেই বিক্রিয়া হতেই থাকে।যেহেতু নিউক্লিয়াসের মধ্যে নিউটন বিদ্যমান থাকে সেই নিউটনের আঘাতে নিউক্লিয়াসের ক্ষয় হয়ে প্রচুর পরিমাণে নিউটন বেড়িয়ে আসে ফলে আবার সেই নিউটন গুলো ক্ষয়কৃত নিউক্লিয়াসকে আঘাত করে।এভাবে চলতে থাকে অনেক ক্ষুদ্র সময়ে ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয়।এভাবে পারমাণবিক বোমা তৈরি করা হয়।