বিস্ফোরিত বোমার টুকরোগুলোর গতিপথ হবে নিম্নগামী (ভূপৃষ্ঠের দিকে)। কোনো বস্তুর ওজন যে বিন্দুতে ক্রিয়া করে তাকে বস্তুর ভরকেন্দ্র বলে। বোমাটি বিস্ফোরিত হয়ে এর একটি টুকরা উপরের দিকে গতিশীল হলে ভরবেগের সংরক্ষণশীলতা অনুসারে তার বিপরীতে অপর একটি টুকরা গতিশীল হবে। উপরের দিকে গতিশীল টুকরার বেগ কমতে থাকবে আর নিচের দিকে গতিশীল টুকরার বেগ বাড়তে থাকবে। ফলে বস্তুর ভরকেন্দ্রের কোনো পরিবর্তন হবে না। কিন্তু নিচের দিকের বস্তুটি থেমে যাওয়ার পরও উপরের দিকে গতিশীল থাকা বস্তুটি গতিশীল থাকবে এবং এক সময় নিচে নামতে শুরু করবে। এর ফলে ভরকেন্দ্র ধীরে ধীরে নিচে নামতে শুরু করবে। অন্য দিকে বিস্ফোরিত বস্তুর একটি টুকরা ডান দিকে গতিশীল হলে তার বিপরীতে একইভাবে বামদিকে অপর একটি টুকরা গতিশীল হবে। এবং তাদের গতিপথ হবে প্রাসের মতো। ফলে এই বস্তুগুলোর ভরকেন্দ্রও এ ক্ষেত্রে নিচের দিকেই নামতে থাকবে। বিস্ফোরিত বস্তু গুলো যদিও বিভিন্ন দিকে গতিশীল হতে পারে। তদুপরি বস্তুগুলোর অনুভূমিক ও উলম্ব বেগ দিয়ে ব্যাখ্যা করাই যথেষ্ট।
সুতরাং এটা বলাই যায় যে বিস্ফোরিত বোমার টুকরোগুলোর গতিপথ হবে নিম্নগামী (ভূপৃষ্ঠের দিকে)।