আণবিক ও পারমাণবিক বোমার ক্ষেত্রে ব্যবহার করা হয় নিউক্লিয়ার ফিশন পদ্ধতি। অপরদিকে হাইড্রোজেন বোমা কাজ করে নিউক্লিয়ার ফিউশন পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতিতে দুই বা ততোধিক ক্ষুদ্র পরমাণুকে জুড়ে অনেক বড় ও ভারী পরমাণু বানানো হয়। এতে বেরিয়ে আসে আরও অনেক বেশি শক্তি। তাই এই বোমা পারমাণবিক বোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়। যেহেতু এই পদ্ধতিতে দুই বা ততোধিক হাইড্রোজেন পরমাণুকে জোড়া হয়, তাই এর নাম ‘হাইড্রোজেন বোমা’।