জোনাকি পোকার আলো কিভাবে তৈরী হয়? কেনো তৈরী হয় ?
-
-
রাঁতের আঁধারে মিটিমিটি করে জ্বলা জোনাকি পোকা কার না ভালো লাগে??
.
কিন্তু কেউকি কখনো ভেবে দেখেছেন বিদ্যুৎ ছাড়া এই আলো কিভাবে জ্বলে?? আজব না??
.
আসলে জোনাকি পোকার এই আলো জ্বলার ব্যপারটি একটি কেমিকেল রিএকশন বৈ কিছু না, যা তা দেহের অভ্যন্তরে ঘটে।
.
জোনাকি পোকা তার দেহে এক ধরনের কেমিকেল বহন করে যার নাম লুসিফেরিন(Luciferin)­ । এই লুসিফেরিন এর সাথে অক্সিজেন এর সাথে রিএকশন করার ফলেই আলো জ্বলে উঠে। আর দেহের মাঝে এভাবে আলো উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয় বায়োলুমিনেন্স।
.
আর কি পরিমান আলো জোনাকি উৎপন্ন করবে তা ডিপেন্ড করে কি পরিমান অক্সিজেন জোনাকি সাপ্লাই দিবে তার উপর । জোনাকি কম অক্সিজেন সাপ্লাই দিলে কম আলো উৎপন্ন হবে বেশীদিলে বেশি আলো হবে।
.
খেয়াল করে দেখেছেন, এই দুনিয়াদারি তে যতো আলোরবাতি আছে তাতে আলোর সাথে তাপ ও উৎপন্ন হয়??
.
জোনাকি পোকার আলোতে কিন্তু তাপ উৎপন্ন হয়না। কেন ভাবুন তো??
.
আসলে দুনিয়াদারির বাতিতে আলোক শক্তি কনভার্ট হয় তড়িত শক্তি থেকে। কিন্তু পুরো তড়িত শক্তির অল্প পরিমান ই আলোক শক্তিতে কনভার্ট হয়। বাকীটা তাপশক্তি উৎপন্ন করে।
.
কিন্তু খেয়াল করে দেখেন, জোনাকি পোকার আলোকশক্তি উৎপন্ন হয় রাসায়নিক শক্তি থেকে আর প্রায় পুরো রাসায়নিক শক্তিই আলোক শক্তি প্রডিউস করে। তাই এক্ষেত্রে তাপ উৎপন্ন হয় না। তাই জোনাকির আলো কে বলা হয় "ঠান্ডা আলো"।
.
এবার আসুন কেন??এই আলোর দরকার ক্যান? নাকি জোনাকি রাত কানা? রাতে চোখে দেখেনা তাই আলো জ্বালাইতে হয়???হুম??
.
হা হা ! না ।
.
জোনাকি আসলে রাতকানা না। এই আলোর খেলা জোনাকির কিছু প্রজাতির প্রজননে সাহায্য করে । কিছু প্রজাতির পুরুষ জোনাকি রাতের বেলা তার নিজস্ব স্টাইলে আলো জ্বেলে নারী জোনাকিদের "সিগন্যাল :3 " দেয়।
.
নারীরাও আলো জ্বলার স্টাইল, প্যাটার্ন আর তীব্রতা দেখে তার পার্টনার পছন্দ করে।।
.
গবেষনায় দেখা গেছে যেসব পুরুষ জোনাকির লাইট জ্বালানোর ফ্রিকুয়েন্সি আর লাইটের তীব্রতা বেশি তাদের প্রতি নারী জোনাকিরা বেশী আকৃষ্ট হয়।
তাছাড়াও তাদের প্রজাতিভেদে লাইট জ্বালানোর স্টাইল বিভিন্ন তাই নিজের স্বগোত্র কে খুঁজে পেতেও এই আলো সাহায্য করে।
.
এখানে বলে রাখা ভালো অনেক প্রজাতির জোনাকি আলো উৎপন্ন করেনা। তারা ফেরোমোন (pheromone) নামক কেমিকেল এর সাহায্যে "সিগন্যাল " আদান প্রদান করেন।