জোনাকির দেহ থেকে লুসিফেরিন সংগ্রহ করে ঘরকে আলোকিত করা একেবারেই অসম্ভব! কারণ ঘরকে আলোকিত করতে যে পরিমাণ আলোর দরকার পড়ে তাতে লক্ষ-কোটি জোনাকিকে ধ্বংস করতে হবে। তবে লুসিফেরিন কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব। কিন্তু সমস্যা হলো, এমনভাবে আলো তৈরি করার কাজটি খরচে পোষাবে না।
বিত্তশালী সৌখিন কোনো ব্যক্তি যদি কোটি কোটি টাকা ব্যয় করে অনুরূপ লুসিফেরিন তৈরি করে তার ঘরকে আলোকিত করতেও চান, তাতে লাভ কিচ্ছুটি হবে না। অধিকন্তু তিনিই বিভ্রান্ত হবেন। কারণ ঐ জাতীয় আলোতে কোনো রঙের বৈশিষ্ট্য ধরাই পড়বে না। সাদা, বেগুনী, লাল, হলদে, কালো সব মিলেমিশে একাকার হয়ে যাবে; সবই বেখাপ্পা ঠেকবে চোখের সামনে। বরঞ্চ আনন্দের পরিবর্তে বিরক্তিতে ভরে উঠবে মন। তখন মনে হতে থাকবে, এ যেন মনুষ্য সৃষ্ট কোনো অপার্থিব কিংবা কল্পনার অশরীরী পরিবেশ।
ক্রেডিট : Roar Bangla