জোনাকির সবুজাভ আলোর একটি বৈশিষ্ট্য হলো, এতে তাপ নেই। তাদের দেহ নিঃসৃত আলো একেবারেই শীতল। এতটাই শীতল এ আলো যে, দিনের পর দিন যদি একটি থার্মোমিটারের পারদ অংশ এতে গুঁজে রাখা হয়, তবু একটু পারদও প্রসারিত হবে না।
বিজ্ঞানীরা আজ পর্যন্ত যত রকম আলো আবিষ্কার করেছেন, তার মাঝে একমাত্র ফসফরাসের জারণ ব্যতীত অন্য কোনো উপায়ে সৃষ্ট আলো আদৌ শীতল নয়। সবক্ষেত্রেই সামান্য হলেও তাপ উৎপন্ন হতে দেখা যায়।
তাপবিহীন আলো যেন কল্পনা করাটাই অলৌকিক। সেদিক থেকে জোনাকিদের বলা যেতেই পারে প্রকৃতির এক বিচিত্র সৃষ্টি।
তাদের শীতল নীল আলোর যেন এক মোহময় যাদুকরী ক্ষমতা রয়েছে।
সংগৃহীত