না, দুনিয়ার সব জোনাকি কিন্তু আলো জ্বালাতে পারে না।
পৃথিবীর বিভিন্ন দেশে এমন কয়েক প্রকারের জোনাকি রয়েছে, যারা আলো জ্বালাতে সক্ষম নয়। উদাহরণস্বরূপ, উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চলে এক প্রকারের জোনাকি রয়েছে, যারা পরষ্পরের সাথে যোগাযোগের জন্যে আলো ব্যবহার করে না।
আবার পূর্ণবয়স্ক জোনাকির ডিম থেকেও মাঝে মাঝে আলো নিঃসৃত হতে দেখা যায়। একধরনের জোনাকি রয়েছে, যারা ক্যামেরার ফ্ল্যাশের মতন আলোর ঝলকানি দিয়ে নিজেদেরকে শিকারীর হাত থেকে রক্ষা করে।
সংগৃহীত