বিজ্ঞানীদের মতে, লুসিফেরিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থের কারণেই এরকম আলো নিঃসৃত হয়।
জোনাকির দেহে উপস্থিত থাকে লুসিফেরাস নামক এনজাইম বা উৎসেচক। এনজাইমটি অবশ্য তাদের দেহে আপনা হতেই তৈরি হয়ে থাকে। যখনই লুসিফেরিন বাইরের বাতাসে অক্সিজেনের সংস্পর্শে আসে, তখনই তা লুসিফেরাস নামক এনজাইমের উপস্থিতিতে জারিত হয়। জারণ বিক্রিয়ার কারণেই নির্গত হয় শক্তি। আর সে শক্তির বহিঃপ্রকাশ ঘটে হালকা নীল আলোর মাধ্যমেই।
লুসিফেরিন আবার ফসফরাসের একটি যৌগ। দিনের বেলাতেও ওদের দেহ থেকে শক্তি নির্গত হয়; কিন্তু সূর্যের তীব্র আলোতে তা আদৌ ধরা পড়ে না, এমনকি সন্ধ্যার আবছায়া আঁধারেও না।
সংগৃহীত