মাটির নিচে সবসময় গড় তাপমাত্রা থাকে ২০-২৫ ডিগ্রি সেলসিয়াস এর মত।এখন গরমের দিনে ভূপৃষ্ঠে তাপমাত্রা হয় সাধারণত ৩৫-৩৯ ডিগ্রি সেলসিয়াস ।তাই গরমের দিন টিউবওয়েল এর পানি আমাদের ঠান্ডা লাগে।তদ্রূপ শীতকালে যখন পরিবেশের তাপমাত্রা হয় ১২-২০ ডিগ্রি সেলসিয়াস তখন মাটির নিচে হয়২০-২৫ ডিগ্রি থাকার কারণে টিউবওয়েল এর পানি গরম লাগে।