বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের লেন্স ঘোলাটে বা সাদা হয়ে যায়। ফলে চোখে ঝাপসা দেখা শুরু হয়। চোখের অন্যান্য সমস্যাও দেখা দেয়। একেই ছানি পড়া বলে। সাধারণত ৪০ বছর পেরোলেই অনেকেরই আসতে আসতে এই সমস্যা দেখা দেয়।
১। বিশেষজ্ঞরা বলছেন, চোখে ছানি পড়ার প্রধান কারণ হল বয়স বাড়ার সঙ্গে লেন্স নষ্ট হয়ে যাওয়া। চোখের লেন্সের উপাদান হল প্রোটিন। এই প্রোটিনের গঠন নষ্ট হয়ে গেলে ছানি পড়ে।
এ ছাড়াও আরও অনেক কারণে চোখে ছানি পড়তে পারে।
২। কয়েকটি রোগের কারণে ছানি পড়ে। তার মধ্যে একটি ডায়াবেটিস।
৩। দীর্ঘ দিন ধরে চোখে সংক্রমণ বা প্রদাহজনিত সমস্যা চললে।
৪। বংশগত কারণেও অনেক সময় ছানি পড়ে।
৫। অতিরিক্ত তাপ বা রোদে দীর্ঘ সময় ধরে কাজ করলেও সূর্যের আল্ট্রাভায়লেট রশ্মির কুপ্রভাবে চোখে ছানি পড়তে পারে।
৬। দীর্ঘ দিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে।
৭। বেশি পরিমাণে ধূমপান করলেও এই সমস্যা হয়।
৮। কোনো ভাবে চোখে আঘাত লাগলেও পরবর্তী কালে হতে পারে।
৯। দীর্ঘ দিন ধরে যদি খুব বেশি মাত্রায় ক্ষীণদৃষ্টির সমস্যা থাকে তা হলে এই সমস্যা দেখা দিতে পারে।