একই উচ্চতার মেয়েদেরকে তুলনামূলকভাবে ছেলেদের চেয়ে লম্বা দেখায়- এটা শুধুই আমাদের চোখের ধাঁধা, তা ছাড়া আর কিছু না। কিছু সম্ভাব্য কারণ উল্লেখ করা হলো যেগুলোর কারণে হয়তো আমাদের এমন মনে হয়-
১. সাধারণত একই উচ্চতার মানুষের মধ্যে যাদের উপরের দেহাংশ বা ধড়ের অনুপাতে পা ছোট তাদের থেকে আকারে বড় পা ওলায়াদের বেশি লম্বা মনে হয়। উদাহরণস্বরূপ, মেয়েরা তুলনামূলক লম্বা পায়ের অধিকারী। এজন্য ৫ ফুট ৪ ইঞ্চির কোনো মেয়েকে আপাতভাবে যতটা লম্বা মনে হবে ঠিক একই উচ্চতার কোন ছেলেকে অতটা লম্বা মনে হয়না। এজন্য মেয়েরা অ্যাভারেজ উচ্চতার একটু বেশি হলেই তাদের অনেকটা লম্বা মনে হয়। কিন্তু কোন খর্বাকৃতি পায়ের ব্যক্তি স্ট্যান্ডার্ড উচ্চতার থেকে লম্বা হলেও তাকে খাটো মনে হয়। আরও একটা ফ্যাক্টর, তা হলো পুরুষদের মাসল (মাংসপেশি), কাঁধ যা মেয়েদের তুলনায় বেশি চওড়া লাগে, এতে একই উচ্চতা হলেও মেয়েদেরকে ছেলেদের তুলনায় লম্বা মনে হয়।
২. স্থূলতার কারণে অনেকের উচ্চতা ঢাকা পড়ে যায়। আবার চিকন কাউকে স্বাভাবিক উচ্চতায়-ই খানিকটা লম্বা মনে হয়।
৩. টাইট ফিটিং কাপড় পড়লেও ক্ষেত্রবিশেষে আপনার উচ্চতা দৃষ্টিগোচর হতে পারে, যেখানে ঢিলেঢালা পোশাক পড়লে এর উল্টোটা ঘটে। যেমন ধরুন যারা লুজ ফিটিং প্যান্ট পড়েন, তারা টাইট ফিটিং প্যান্ট পড়লে আগের থেকে লম্বা মনে হবে।
তথ্যসূত্রঃ Quora