ইঞ্জিনের মাথা তো তাহলে সামনে আসলো না। ট্রেনের মাথা হলো ইঞ্জিন। আর সেই ইঞ্জিনেরও কিন্তু মাথা আছে। আপনার কথা অনুযায়ী হলে তো এরকম হবে যে, আগে যদি ইঞ্জিনের মাথা বাইরের দিকে থাকতো, তাহলে পিছনে এনে লাগানোর পর মাথাটা ভিতরের দিকে পড়বে।
কিন্তু এমন হয় না। ট্রেনের পিছনে এনে লাগানোর পরও মাথাটা বাইরের দিকেই থাকে। মানে ইঞ্জিনের মাথা ট্রেন যেদিকে যাবে সেদিকে একদম শুরুতে থাকে। কিভাবে এটা করে সেটাই প্রশ্ন আমার। বুঝলেন কিনা...