জীববিজ্ঞান কোনো সৃষ্টির বিষয় নয়, পৃথিবীর শুরু থেকেই যেমন রসায়ন, পদার্থবিজ্ঞানের ব্যাবহার রয়েছে তেমনি রয়েছে জীববিজ্ঞানেরও। মানুষ সেই সময় জীববিজ্ঞানের ব্যবহার ঠিকই করত, কিন্তু সেটাকে জীববিজ্ঞান হিসেবে জানতনা। মানুষ নিজের প্রয়োজনে সবকিছুই খুঁজে বের করতে পারে, প্রাচীনকালে মানুষ জীববিজ্ঞানের আবিষ্কার না করলে হয়ত কিছু বছর পর করত, কিন্তু অবশ্যই করত।