এমন কোন কথা নেই যে, পাখি বিদ্যুতায়িত হবে না। আমরা রাস্তায় বিদ্যুতায়িত হয়ে কাক বা অন্যান্য পাখি পড়ে থাকতে দেখি। তবে পাখি যদি একটা তারে বসে তাহলে বিদ্যুতায়িত হবে না। (টেকনিশিয়ান ঝুলে ঝুলে একটি তার স্পর্শ করে কাজ করলে সেও বিদ্যুতায়িত হবে না। কিন্তু এটি খুবই বিপজ্জনক।) কারণ বিদ্যুতায়িত হওয়ার শর্ত হল সার্কিট পূর্ণ হওয়া। যেহেতু একটা তারে বসলে তা হয়না। কিন্তু কোনভাবে দুটি তার পাখির শরীর দিয়ে যুক্ত হলেই সেটির শরীরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে অর্থাৎ বিদ্যুতায়িত হবে।