গ্রাম স্টেইনিং পদ্ধতি হলো এক ধরনের রন্জক পদ্ধতি যা ১৮৮৪ সালে ড্যানিশ চিকিৎসক Hans Christian Gram ব্যাকটেরিয়া চিন্হিত করার উদ্দেশ্যে উদ্ভাবন করেন।তার নামানুসারেই এই পদ্ধতিটাকে গ্রাম স্টেইনিং পদ্ধতি বলা হয়।ব্যাকটেরিওলজিতে এই পদ্ধতি ব্যবহার করে মূলত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এর উপর ভিত্তি করে এদেরকে দুইটা বৃহৎ গোষ্ঠীতে ভাগ করা হয়।