মহাকাশ স্টেশনকে সাধারণত নিম্ন পার্থিব কক্ষপথ (Low Earth Orbit) এ রাখা হয় যেখানে তার কক্ষীয় গতি (Orbital velocity) খুবই উচ্চ থাকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রতি ৯২ মিনিটে একবার পৃথিবী প্রদক্ষিণ করে বলে সেখানে থাকা মহাকাশচারীরা ২৪ ঘণ্টায় ১৫/১৬ বার সূর্যোদয় দেখতে পান! তাই মহাকাশচারীদের পৃথিবীর কোনও একটি টাইম জোনের সময় অনুযায়ী চলতে হয়।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্ষেত্রে 'Greenwich Mean Time' (GMT)-র সাথে স্টেশনের ঘড়ি মিলিয়ে চলা হয় কারণ এটি 'আন্তর্জাতিক' স্টেশন যাতে ১৫ টি সদস্য দেশ রয়েছে ফলে নির্দিষ্ট একটি দেশের টাইম জোন নেওয়া সম্ভব নয়। একে Coordinated Universal Time (UTC) বা ZULU time-ও বলে। এক্ষেত্রে ইউরোপীয় সদস্য দেশগুলির সময় মোটামুটি ঠিক থাকলেও আমেরিকা, কানাডা এবং রাশিয়া ও জাপানকে compromise করতে হয়। যেমন- আমেরিকার থেকে স্টেশনের সময় ৫-৬ ঘণ্টা এগিয়ে থাকে বলে স্পেস স্টেশনের দায়িত্বে থাকা আমেরিকার বিজ্ঞানীদের অনেক আগে ঘুম থেকে উঠে কাজ শুরু করতে হয়, আবার রাশিয়ার থেকে স্টেশনের সময় ঘণ্টা তিনেক পিছিয়ে থাকে বলে রাশিয়ার বিজ্ঞানীদের কাজ শুরু হয় অনেক বেলা করে।
যদি কোন দেশ এককভাবে স্পেস স্টেশন বা মানববাহী মহাকাশযান পাঠায় তবে সেই দেশের নিজস্ব টাইম জোন ব্যবহার করা যায়।