আপনি যখন পৃথিবীতে আছেন, লাফ দিয়ে দেখুন। আপনাকে টেনে নিচে নামানোর জন্য পৃথিবীর মধ্যাকর্ষণ বল (বা Gravity, g = 9.81 ms^-1) সর্বদাই উপস্থিত। কিন্তু যখন আপনি গ্রহের এই আকর্ষণ বল(বা Gravitational Force) থেকে বেরিয়ে আসবেন, অর্থাৎ মহাকাশযানে চড়ে মহাকাশে চলে যাবেন, তখন সেই বল অনুপস্থিত। মহাকাশে বাহ্যিক কোনো বল আপনার ওপর প্রয়োগ হচ্ছে না। অবশ্য প্রয়োগ একদমই হচ্ছে না তা কিন্তু নয়। নিউটন সাহেবের মহাকর্ষীয় বলের সূত্রের হিসেবে, এই মহাবিশ্বের সকল বস্তুই একে অপরকে আকর্ষণ করে, যা তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তবে সেই আকর্ষণ এতটাই কম যে, আপনার ওপর তার প্রভাব পড়ছে না।
তাই আপনি নিজেকে নিজে বলপ্রয়োগ করে যখন লাফ দিলেন, হয়তো মহাকাশযানের ছাদে আপনার মাথা ঠুকে যেতে পারে। কারণ আপনাকে টেনে নিচে নামানোর জন্য কেউ নেই।
- উৎসব কুমার