মহাকাশে গমনের ফলে যোগাযোগ ব্যাবস্থার যুগান্তকারী উন্নতি সাধন হয়েছে। আর এটির ফলে সারা বিশ্বকে এখন আমরা একটি গ্লোবাল ভিলেজ বলছি। যা সম্ভব হতোনা যদি স্যাটেলাইট পাঠানো না যেতো।
স্বাস্থ্য খাতের উন্নতিতে ও এর ভূমিকা আছে।
আবহাওয়ার পূর্বাভাস দেয়ার জন্যেও মহাকাশ বিজ্ঞান এর আবিষ্কার গুলো অবদান রাখছেন।
বলতে গেলে যোগাযোগ ব্যাবস্থার তাবৎ উন্নয়ন সম্ভব হতোনা যদি মহাকাশ গবেষনা এত ত্বরান্বিত না হতো।