কি ধরণের অভিযান করবেন তার উপর নির্ভর করছে কত বেগ অর্জন করতে হবে।
যদি কোনো রকেটকে পৃথিবীর ভূমি থেকে স্পেসে পাঠাতে চান, তাহলে এর সর্বনিম্ন ৭.৯ কি.মি./সে. বেগ অর্জন করতে হবে। আর যদি পৃথিবীর বাধা অতিক্রম করে অন্য কোনো গ্রহ উপগ্রহে পাঠাতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন ১১.২ কি.মি./সে বেগ অর্জন করতে হবে।