ISS (International Space Station) আমাদের পৃথিবীকে চাঁদের থেকেও অনেক বেশি গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে। ISS ঘুরে পৃথিবীর চারপাশে প্রায় ২৮,০০০ কিমি প্রতি ঘন্টা (প্রায় ৭.৬ কিমি/সেকেন্ড) গতিতে! ISS সাধারণত পৃথিবী থেকে প্রায় ৪০০ কিমি উপরে থাকে। আর ISS এর পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে মাত্র ৯০ মিনিট (১.৫ ঘণ্টা)।
তাই ২৪ ঘণ্টায় হিসাব করলে দেখা যায়, ২৪ / ১.৫ = ১৬ বার।
মজার ব্যাপার হলো আর যারা ISS-এ আছেন তারা প্রতিদিন ১৬ বার সূর্য উঠতে ও অস্ত যেতে দেখে!
তথ্যসুত্রঃ https://www.nasa.gov/international-space-station/space-station-facts-and-figures/