যত দ্রুত অণু চলাচল করবে, বাতাস তত গরম হবে। তাই বায়ু, অন্যান্য পদার্থের মতো, উত্তপ্ত হলে প্রসারিত হয় এবং ঠান্ডা হলে সংকুচিত হয়। কারণ অণুর মধ্যে স্থান বেশি, বায়ু আশেপাশের পদার্থের চেয়ে কম ঘন এবং গরম বাতাস উপরের দিকে ভাসতে থাকে। এটি ফানুস এ ব্যবহৃত ধারণা।
@Shariar Rashid