মন বলতে আমরা সাধারণত বুকের বামপাশে হাত বুলাই কিন্তু আসলে 'মন' জিনিসটা থাকে আমাদের মাথায়। মন আসলে আমাদের মস্তিষ্কের মধ্যেই অবস্থিত ছোট্ট একটি অঞ্চল। যেখান থেকে মানসিক সব কর্মকান্ড সংঘটিত হয়। 'মন' আসলে একটা বিশাল রহস্য, যা এই মহাকাশেরই রহস্যময়তার মতোই গভীর।