হাত ভাঙার সমান কষ্ট হয় মন ভাঙলে। কারণ মন ভাঙার আর শারীরিক ব্যাথার মধ্যে কোনাে পার্থক্য নেই। এম.আর.আই স্ক্যানের মাধ্যমে জানা গেছে যে, শারীরিক ভাবে ব্যাথা পেলে আমাদের মস্তিষ্কের যে অংশ সক্রিয় হয়, মন ভাঙলে বা কেউ কষ্ট দিলে মস্তিষ্কের সেই অংশই সক্রিয় হয়। অর্থাৎ আমাদের মস্তিষ্কের কাছে হাত ভাঙার ব্যাথা এবং মনের ব্যাথার মধ্যে কোনাে পার্থক্য নেই। দুই ক্ষেত্রেই তাই সমান ব্যাথা অনুভব হয়।