শীতকালে স্বাভাবিক তাপমাত্রা অনেক কম থাকে। তাপমাত্রা নিম্নমুখী হওয়ার কারনে ত্বকের গ্লো কমতে শুরু করে। ত্বক দরকারী নর্ম ভাব তৈরী করতেও তখন ব্যার্থ হয়। ত্বকের উপরি স্তরেও তখন তৈলাক্ততা ভাব তৈরী হতে ব্যার্থ হয়। শীতকালীন শুষ্কতার কারণে শরীরে পানির ঘাটতি তৈরী হয় অনেক বেশি। মুখ ধোয়ার খানিক পরেও দেখা যায় ত্বক খুব তারাতাড়ি শুকিয়ে যাচ্ছে। এভাবে শরীর থেকে শীতকালীন তাপমাত্রা অধিক পানি চুষে নেয়। যার ফলে ত্বক কিছুটা ফ্যাকাসে ভাব ও টানটান অনুভূতি সৃষ্টি করে। ত্বক হয়ে উঠে লাবণ্যহীন। এই শুষ্কতা ত্বকের উপরিভাগে সহজেই মৃত কোষের আর্বিভাব সৃষ্টি করে। যার ফলে অল্প একটু আঁছর দিতেই ভেসে ওঠে মৃতকোষ আর শুষ্ক উপরী চামড়া।
সমাধানঃ নিয়মিত গ্লাসারিনের সাথে সমপরিমাণ পানি মিশিয়ে দুপুরে গোসলের পর, রাতে শোয়ার আগে এবং সকালে বের হওয়ার আগে ব্যবহার করুন। আশা করি শীতকালীন শুষ্ক ত্বক নিয়ে আর বিড়ম্বনায় পড়তে হবে না।