এটিকে বলা হয় Glucometer (গ্লুকো মিটার) বা Portable blood glucose meter.
এটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে চিনি বা সুগার এর পরিমাণ নির্ণয় করতে ব্যবহৃত হয়। সাধারণত আঙুলের আগা থেকে একধরনের তীক্ষ্ণ, ধারালো সুচের মতো বস্তুর মাধ্যমে সামান্য পরিমাণে রক্ত নিয়ে সুগারের পরিমাণটি নির্ণয় করা হয়।
লেখাঃ এস, এম, আবু তালহা