ঘরে সিল খোলা ওষুধ থাকা উচিত নয়। এর ফলে ওষুধের অপব্যবহার হয়। অনেক সময় দেখা যায় সিল অটুট থাকা অবস্থাতেও ট্যাবলেট ভেঙে গেছে। ওষুধ গুঁড়ো হয়ে গেছে। রং পাল্টে গেছে। কোনো রকম সন্দেহ হলে সেই ওষুধ ব্যবহার করবেন না। পাল্টে নিন। এমনকি প্যাকেটের প্রথম ট্যাবলেট খুলতেই ভাঙা বের হলে দোকানে গিয়ে পাল্টে নেওয়াই ভালো। বাসায় থাকা পুরনো ওষুধ সব সময় খাওয়ার আগে এর মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে ভুলবেন না।
ধরা যাক, চিকিৎসক প্রেসক্রাইব করলেন পাঁচদিনের ওষুধ। বাচ্চাদের সাসপেনশনের ক্ষেত্রে বিশেষভাবে দেখা যায় একটা বোতল কিনলে চারদিন যায়। দুটো কিনলে পাঁচ দিনের বেশি। সেক্ষেত্রে পাঁচ দিনের ডোজ সম্পূর্ণ হওয়ার পরে ওই বাড়তি ওষুধ কী করবেন? ফেলে দেবেন নাকি রাখবেন?
গবেষকদের ভাষ্যমতে, পিঠাপিঠিতে কারও একই রোগ হলে তবুও ব্যবহার করা যায়। তবুও একবার বোতল খুললে, সেটা পুনরায় ব্যবহার এড়িয়ে যাওয়ায় ভালো। কারণ সিলড বোতল এক্সপায়ারি ডেট পার হওয়াপর আগে পর্যন্ত ব্যবহার করা যায়। খোলা বোতলে রাসায়নিক বিক্রিয়া ঘটে যায় আগেই।