প্রশ্ন :বিষের মেয়াদ শেষ হলে এর বিষাক্ততা কমে নাকি বাড়ে?
উত্তর : আমাদের জানতে হবে এক্সপায়ারি ডেট কি!!!
আপনি এটা কখনো ভেবে বসবেন না যে কোনো জিনিসের আজ এক্সপায়ারির লাস্ট ডেট কাল সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এক্সপায়ারি ডেটে শুধুমাত্র পণ্যের গুনগত মান ঠিক থাকে। কোন একটি বিষ একটি কেমিক্যাল বাদে আর কিছু নয় এবং এর মধ্যে প্রতিনিয়ত রাসায়নিক ভাঙ্গাগড়া ঘটে চলেছে। কিছু বিষ এর ডেট ক্রস করার পর বিষাক্ততা কমে যায়, আবার কিছু বিষ বিক্রিয়ার মাধ্যমে আগের চেয়ে বেশি বিষাক্ত বস্তুতে পরিণত হয়।
আবার অনেকগুলো অন্য ধরনের বিষে পরিনত হয়। এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের বিষ ব্যাবহার করছেন তার উপর। সাধারনত পেস্টিসাইড গুলোর বিষাক্ততা কমে।