বর্ণান্ধতার আক্ষরিক অর্থে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। যেহেতু এটি জীনগত একটি সমস্যা।কালার ফিল্টার গ্লাস ও কন্টাক্ট লেন্স ব্যবহার করলে নির্দিষ্ট সীমা পর্যন্ত সাহায্য পরিস্থিতির মোকাবিলা করা গেলেও সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়।তবে লাল-সবুজ কালার-ব্লাইন্ড রোগীদের জন্য দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সামান্য পরিমাণ উন্নতি করা সম্ভব হয়। আশার কথা হলো, সাম্প্রতিক সময়ে জেনেটিক রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে নানা ধরনের গবেষণা হচ্ছে। বলা যায়, এই গবেষণা আগামী দিনে হয়তো নতুন কোনো আশার আলো দেখাতে পারবে।