এই রোগ বুঝা যায় যখন আক্রান্ত ব্যক্তির অখাদ্য খাওয়া এক মাসের অধিক সময় চলে। কোন বাচ্চা কিংবা প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যখন অস্বাভাবিক ভাবে ননফুড খায় তখন, বুঝতে হবে সেই ব্যক্তির pica disorder আছে। তাছাড়া এই ব্যাধি সহজে যায় না। বাচ্চা এবং গর্ভবতী নারীদের কয়েক মাসের মধ্যে এটি ঠিক হয়ে যায়। কিন্তু, যাদের মানসিকভাবে ভারসাম্যহীনতা আছে তাদের কয়েক বছর লেগে যায়।