Pica disorder নামটি নিশ্চয়ই অপরিচিত লাগছে? কিন্তু, এই ব্যাধি সম্পর্কে মোটামুটি আমরা সবাই পরিচিত। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা ইট, মাটি, চক কিংবা সিমেন্ট এর টুকরা এসব খায়। আবার কিছু গর্ভবতী নারীদের ক্ষেত্রে এরকমটা দেখা দেয়। এসব লক্ষণই হচ্ছে pica disorder বা পাইকা ব্যাধি।
এই ব্যাধিটি সাইকোলজিকাল সমস্যার কারণে হয়ে থাকে। সাধারণত এ বিষয়গুলো কেউ খেয়াল দেয় না বরং স্বাভাবিক আচরণ ভেবে ছেড়ে দেয়। কিন্তু, সময়মত চিকিৎসা না করালে আক্রান্ত ব্যক্তিদের এতে মারাত্মক ক্ষতি হতে পারে।