এটা নির্ভর করে মূলত নক্ষত্রের ভরের ওপর। আমাদের সূর্যের ভরের ১.৪ গুণ থেকে ৪ গুণ পর্যন্ত ভরের কোনো নক্ষত্র যখন ভেঙে পড়ে, তখন তা নিউট্রন তারায় পরিণত হয়। এর চেয়ে বড়, সূর্যের চেয়ে তিন গুণের বেশি ভরের নক্ষত্র ভেঙে পড়লে সেটা ব্ল্যাকহোলে পরিণত হয়। বিশাল আকারের নক্ষত্রের সব শক্তি একসময় নিঃশেষ হয়ে যায়। এই ক্রান্তিলগ্নে সেই নক্ষত্র বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ে ব্ল্যাকহোলের জন্ম দেয়।