এটা হতে পারে চোখের সমস্যার কারণে, যদি কারও চোখে সমস্যা না থাকে তাহলে তারা একই রংই দেখবে কারণ কোন বস্তু থেকে পতিত আলো আমাদের চোখে পৌঁছালে আমরা সেই আলো দেখতে পাই। বস্তুর ধর্মের উপর নির্ভর করছে সেটা কোন তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রতিফলিত করবে। এখানে চোখের কোন হাত নেই।
তবে প্রাণি ভেদে একদম ভিন্ন আলো না দেখা দিলেও চোখের গাঠনিক পার্থক্যের কারণে একেক বস্তু একেক রকম দেখায়।