পি আর পি কোথায় কাজে লাগে বলার চেয়ে, কোথায় কাজে লাগে না বা কি কাজ করতে পারে না বলাই ভাল। সৌন্দর্য রক্ষার পাশাপাশি অন্য অনেক কাজেও এদের প্রয়োজন হয়। যেমন, অনেক সময় শরীরে এমন এক ধরনের ঘা হয় যা কিছুতেই সারে না। এদের নন-হিলিং আলসার বলে। এই সব ঘায়ের ফলে হাত, পা বা মাথার হাড় বেরিয়ে থাকতে পারে। এবার এই ধরনের আক্রান্ত অংশে দুটি বা তিনটি সিটিং-এর সাহায্যে পি আর পি প্রয়োগ করা হলে খুব তাড়াতাড়ি টিস্যুর বৃদ্ধি হয়ে ক্ষত অংশ ঢেকে যায়। আশা করা যায়, ভবিষ্যতে পি আর পি পদ্ধতির চিকিত্সা আমাদের আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে।