আধুনিক চিকিত্সাবিজ্ঞানে নিরন্তর গবেষণার ফসল পি আর পি বা প্লেটলেট রিচ প্লাজমা। সাধারণ রক্তে প্লেটলেটের সংখ্যা পঞ্চাশ হাজার থেকে আড়াই লক্ষ পর্যন্ত হতে পারে। রক্তের এই প্লেটলেটের সংখ্যাকে যদি কোনওভাবে চার বা পাঁচ গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়, তাহলে সেটি নানা কাজে, বিশেষত প্লাস্টিক সার্জারির প্রয়োজনে লাগে। একেই প্লেটলেট রিচ প্লাজমা (পি আর পি) বলে।
হেয়ার ট্র্যান্সপ্লান্টেশনে পি আর পি
অনেকে দাবী করেন, হেয়ার ট্র্যান্সপ্ল্যান্টেশনের সময় চুলের গোড়া বা ফলিকলগুলিকে পি আর পি-তে চুবিয়ে প্রতিস্থাপিত করলে চুলের বৃদ্ধি আরও ভাল হয়। অনেকে হেয়ার ট্র্যান্সপ্ল্যান্টেশনের পরে প্রতিস্থাপিত অঞ্চলে পি আর পি ইঞ্জেকশন দেওয়ার কথাও বলেন। এফ ইউ টি পদ্ধতিতে মাথার পেছনে সেলাই-এর পরে পুনরায় পি আর পি-র প্রয়োগে স্কার তৈরির সম্ভাবনা কমে যায় বলেও অনেকে দাবী করেছেন। তবে হেয়ার ট্র্যান্সপ্লান্টে এদের ভূমিকা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলার মতো সময় আসে নি। যদিও এই নিয়ে বিস্তর গবেষণা চলছে এবং অদূর ভবিষ্যতে কিছু না কিছু যোগাযোগ আবিষ্কৃত হবে বলে আশা করা যেতে পারে।
প্রসঙ্গে যখন এল তখন পি আর পি নিয়ে আরও কিছু কথা আলোচনা করছি।
যেভাবে প্লেটলেট রিচ প্লাজমা তৈরি করা হয়
পি আর পি তৈরি করা খুবই সহজ। এর জন্য চিকিত্সা করতে আসা মানুষটির শরীর থেকে ১০-২০ মিলিলিটার রক্ত নেওয়া হয়। এই রক্তে সোডিয়াম সাইট্রেট নামে একটি নর্মাল কোয়াগুলেন্ট মিশিয়ে সেটিকে দুটি স্তরে সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানো হয়। উদ্দেশ্য রক্তকে জমাট বাধতে না দেওয়া। প্রথম পর্যায়ের রক্ত তিনটি ভাগে ভাগ হয়ে যায়। একবারে তলায় গিয়ে আর বি সি বা লোহিত কণিকা জমা হয়। ওপরে সাদা অংশে থাকে সেরাম ও প্লেটলেট। এবারে ওপরের এই দুই অংশকে আলাদা করে নেওয়া হয়।
দ্বিতীয় স্তরে ওপরের এই অংশটিকে আরও একটু বেশি আর পি এম (রেভোলিউশন পার মিনিট)-এ সেন্ট্রিফিউজ করা হলে এটিও দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। ওপরের অংশ অর্থাৎ সেরামকে প্লেটলেট পুওর প্লাজমা, আর নিচের সেরামকে প্লেটলেট রিচ প্লাজমা বলে। এতে সাধারণ রক্তের তুলনায় ছয় থেকে দশগুণ বেশি ঘনত্বের প্লেটলেট থাকে। এবার এই প্লেটলেট রিচ প্লাজমাকে আলাদা করে সংগ্রহ করা হয় এবং কিছু রাসায়নিক ব্যবহার করে এদের অ্যাক্টিভেট বা সক্রিয় করা হয়।
পি আর পি যেভাবে কাজ করে
ঘনত্ব বাড়ানোর জন্য রক্তের প্লেটলেটগুলিকে সক্রিয় বা অ্যাক্টিভেট করা হয়। প্লেটলেটের মধ্যে আলফা গ্র্যানুয়েল বলে এক ধরনের দানা থাকে। প্লেটলেট উত্তেজিত হলে এই আলফা গ্র্যানুয়েল দানা বাইরে বেরিয়ে আসে ও নানা ধরনের গ্রোথ ফ্যাক্টরের সৃষ্টি করে। প্লাস্টিক সার্জারিতে এইসব গ্রোথ ফ্যাক্টরের বিভিন্ন ভূমিকা আছে। যেমন, টিস্যুর বৃদ্ধি বা গ্রোথ ঘটানো, অ্যান্টি এজিংয়ের ভূমিকা ইত্যাদি। এ যেন কাঁঠালিকলার মতো ব্যাপার। ‘সর্বঘটে’ কাজ করার মতো, পি আর পি করে না হেন জিনিস নেই, পারে না হেন জিনিসও নেই। মুখের সৌন্দর্য বৃদ্ধি ও সেই সৌন্দর্য ধরে রাখার এক অমোঘ অস্ত্র এই পি আর পি।