চুল পড়া কাকে বলে?
চুল পড়া একটি অত্যন্ত অপ্রীতিকর সমস্যা যেখানে মাথা থেকে (অথবা সম্পূর্ণ দেহ থেকেই) ক্রমশ চুল পড়ে যেতে থাকে। দৈনিক 100 টি পর্যন্ত চুল পড়া খুবই স্বাভাবিক ঘটনা, এই চুলগুলির পরিবর্তে নতুন চুল গজায়। কিন্তু যখন চুল পড়ার হার নতুন চুল বৃদ্ধির তুলনায় বেড়ে যায় তখন সমস্যা দেখা দেয়।
এর প্রধান লক্ষণ:
চুল পড়া সাধারণত কিছু অন্তর্নিহিত রোগের উপসর্গ। অন্যান্য যে উপসর্গ চুল পড়ার সাথে সম্পর্কিত সেগুলি হল:
- পুরুষ অথবা মহিলা- প্যাটার্ন টাক পড়া
- মাথার কিছু অঞ্চল থেকে সম্পূর্ণ চুল উঠে যাওয়া
- বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু চুল অসমান ভাবে উঠে যাওয়া
- সমগ্র দেহ থেকে চুল পড়ে যাওয়া
- মাথার ত্বক শুকনো এবং আঁশের মত হয়ে যাওয়া
- মাথা চুলকানো
- চুল শুকিয়ে যাওয়া এবং ডগা ফেটে যাওয়া
বিশেষজ্ঞদের মতে, দৈনিক ৫০ থেকে ১০০টি চুল ঝরে যাওয়াটা স্বাভাবিক। চুল এবং চর্মরোগ বিশেষজ্ঞ ফ্রান্সেস্কো ফুস্কোর মতে, চুল ঝরে যাওয়াটা অনেকটা আবহাওয়ার ওপর নির্ভরশীল। হেমন্তে চুল বেশি ঝরে আর গ্রীষ্মে চুল পড়াটা কমে যেতে পারে। এছাড়াও ট্রাইকোলজিস্ট (Trichology, Trichologist) অ্যানাবেল কিংসলে জানান, যাঁদের চুল বেশি লম্বা হয়, তাঁদের চুল ঝরার পরিমাণ অন্যান্যদের চেয়ে বেশি হতে পারে। এতে বেশি চিন্তিত হবার কিছু নেই। শরীরের যথাযথ যত্ন নিলে চুল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।