ঘাম স্বাস্থ্যজ্জল চুলের জন্য বিশাল একটি বাধা স্বরূপ। চুলের পুরোটাই মূলত কেরাটিন প্রোটিন। তাই ঘামের সংস্পর্শে এলে চুল ভঙ্গুর ও দুর্বল হয়ে পড়ে। এছাড়া ঘামের জন্য তেল এবং অন্যান্য ময়লা মাথার স্ক্যাল্পে বসে যায়। যাদের প্রাকৃতিক ভাবেই অয়েলি স্ক্যাল্প তাদের ক্ষেত্রে মুশকিলটা আরও বেশি। তেল ঘাম আর ময়লার চাপে চুল বেচারা নাজেহাল হয়ে পড়ে। স্ক্যাল্প ময়লা ও ঘামের জন্য চিটচিটে হয়ে যায়। আর ঝড়ের বেগে পড়তে থাকে দুর্বল চুল গুলো।
এছাড়াও ঘামের কারণে মাথার স্ক্যাল্পে বিভিন্ন ফাংগাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। ফলে স্ক্যাল্পের অনেক ক্ষতি হয়। এটিও চুল পড়ার অন্যতম কারণ হতে পারে। মাথায় খুশকি থাকলে সমস্যা আরও বাড়ে। কারো কারো ক্ষেত্রে চুলের গোড়া হালকা ব্যথাও করতে পারে।