এটি একটি রোগ। চিকিৎসাবিজ্ঞানে এ রোগের নাম মানসিক অস্থিরতাজনিত আমাশয় রোগ বা ইরিটেবল বাউয়েল সিনড্রোম (আইবিএস)।
আমাদের দেশে প্রায় ৯-১০ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত। নারী-পুরুষ যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারেন। তবে নারীদের সংখ্যা তুলনামূলক বেশি।
এই রোগের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে বেশ কয়েকটি বিষয়কে এর কারণ হিসেবে মনে করা হয়।
যেমন: মানসিক কারণ (উত্তেজনা, দুশ্চিন্তা, অবসাদগ্রস্ততা, ভয় পাওয়া ইত্যাদি), পরিপাকতন্ত্রের পরিবর্তিত চলাচল, পরিপাকতন্ত্রের প্রসারণসংক্রান্ত জটিলতা ইত্যাদি। আর যাঁরা নানাভাবে মানসিক সমস্যায় থাকেন, তাঁরা এই রোগে বেশি আক্রান্ত হন।
~প্রথম আলো