Al Hossain-
শীতে বা বৃষ্টির দিনে বাইরের পরিবেশ ঠান্ডা থাকে। তাই,পরিবেশ এর সাথে খাপ খাওয়াতে আমাদের শরীরের তাপমাত্রা বাড়াতে হয়। আর এ কাজ করতে গিয়ে আমাদের দেহের ভেতর কিছু শর্করা আর চর্বি জাতীয় অংশ ভাংগে। তাই, দেহে পানির পরিমান বেড়ে যায়।আর ঘাম ও বের হওয়ার সম্ভাবনা থাকে না(যেহেতু বাহিরে ঠান্ডা থাকে)। তাই সেই পানি কিডনীতে যায়।পড়ে তা বের হয়ে যায় মূত্রের মাধ্যমে।
ফলে,
(১)শর্করা আর চর্বি জাতীয় খাদ্য ভাঙ্গার জন্য ক্ষুধা বেশি লাগে। আর
(২)মূত্রের পরিমান বেড়ে যায়।
----------------সাইন্স বী থেকে শেখা