ক্যামেরায় অনেকের ছবি ভালো না হওয়ার কিছু কারণ হলো - ১:যে ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছে সম্ভবত সেই ক্যামেরার resolution অর্থাৎ ক্যামেরার প্রকৃতি বা ক্যামেরার megapixel- এর উপর ছবির সৌন্দর্য্য অনেকটা নির্ভর করে।
২:যিনি ছবি তুলবেন তিনি যদি ভালো করে ছবি না তুলতে পারেন তাহলে ছবি ভালো হবে না।
৩:আরো একটা মুখ্য কারণ হচ্ছে যদি মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় তাহলে সেটাও ক্যামেরার কোয়ালিটি বা মেগাপিক্সেল(mp)এর ওপর নির্ভর করে।
৪:এখন অনেক রকম অ্যাপ (application) রয়েছে যেমন snapchat,sweet selfie ইত্যাদি।এইসব অ্যাপ ব্যাবহার করলে ছবি ভালো হয়।