আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলো স্থিতিশীল।
সব পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করতে চায়।কারণ তারা স্থিতিশীল হতে চায়।
আমরা স্থিতিশীল কাঠামো লাভের দুইটা নিয়ম পড়েছি ----
১. অষ্টক নিয়ম
২. দুই এর নিয়ম
অষ্টক নিয়মটা বলতে গেলে হিলিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য হয় না।
তাই বিজ্ঞানীরা দুই এর নিয়ম নিয়ে আসেন।
মানে সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রনসমূহ জোড়ায় জোড়ায় থাকবে।
এবং স্থিতিশীলতাও অর্জন করবে।